ঢাকাশনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

এবার সাইফ আলীকে নিয়ে কারিনার বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ০১:২৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম সফল দম্পতি পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান। একটা সময়ে শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন বেবো। সেই সম্পর্কের কথা প্রায়ই শিরোনামে উঠে আসত। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়। কারিনার জীবনে আসেন সাইফ। ‘টশন’ ছবির শুটিং থেকে শুরু হয় তাদের প্রেম। 

বিজ্ঞাপন

২০১২ সালে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন সাইফ-কারিনা। বর্তমানে তারা দুই সন্তানের মা-বাবা। কাজের পাশাপাশি সুখে সংসারও করছেন এ দম্পতি। 

এদিকে, বলিউডে প্লেবয় হিসেবে নাম আছে রণবীর কাপুরের। আলিয়ার আঁচলে বাঁধা পড়ার আগে জল খেয়েছেন একাধিক সুন্দরীর ঘাটে। তবে এখন সেসবে মন নেই অভিনেতার। বদভ্যাসগুলো পাল্টে একজন ভালো বাবা ও স্বামী হিসেবে নিজেকে চেনাতেই ভালোবাসেন। 

বিজ্ঞাপন

কারিনা কাপুরের একটি শোয়ে এসে এরকম জানিয়েছিলেন রণবীর। যা শুনে কারিনাও খুলেছিলেন ব্যক্তিজীবনের ঝাপি। জানিয়েছেন, সাইফ আলী খান একটি রাতও কাটাননি তার সঙ্গে।

ওই অনুষ্ঠানে রণবীর জানা, রাহার জন্মের আগে কীভাবে তিনি আলিয়া ভাটের পাশে ছিলেন। টানা এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন রণবীর।

তার কথায়, আমি ওর (আলিয়া) সঙ্গে হাসপাতালে ছিলাম। আমার বেশ ভালোই লাগছিল। সন্তান হওয়ার আগে আমি কাজ থেকে টানা দুই-তিন মাস ছুটি নিয়েছিলাম। টানা এক সপ্তাহ আমি ওর সঙ্গে হাসপাতালে ছিলাম।

বিজ্ঞাপন

তাতেই আক্ষেপ ঝড়ে পড়ে কারিনার। তিনি সাইফকে নিয়ে বলেন, তার মানে তুমি স্বামী হিসাবে খুবই ভালো। অথচ সইফকে দেখ। একটা রাতও সে আমার সঙ্গে হাসপাতালে থাকেনি।

বিজ্ঞাপন

এদিকে রণবীরের কথাগুলো শুনে তার প্রতি মুগ্ধ অনুরাগীরা। ভাসিয়েছেন প্রশংসায়। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |